গতকাল ২৮ আগস্ট বৃহস্পতিবার মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ২৯তম বার্ষিক সাধারণ সভা ভার্চ্যুয়াল প্লাটফর্ম-এ অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য ১৫%নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

কোম্পানির মাননীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, এ.এন.এম. ফজলুল করিম মুন্সী, মোঃ মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন ও প্রফেসর আনসার আলীসহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএসহ উর্দ্বতন কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। বার্ষিক সাধারণ সভা সঞ্চালন করেন এএমডি ও কোম্পানী সচিব এনামুল হক।

মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ২০২৪ সালে ৩৩৬ কোটি টাকা মোট প্রিমিয়াম অর্জন করেন। কোম্পানীর বর্তমান মোট সম্পদের পরিমাণ ১,৭৯৯ কোটি টাকা। কোম্পানী ২০২৪ সালে ৩৬৩.৫০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। ২০২৪ সালে কোম্পানীর Earning per share (EPS) 1.61 টাকা এবং Dividend per share (DPS) 1.50 টাকা। প্রেসবিজ্ঞপ্তি।