বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম), গতকাল বৃহস্পতিবার ব্যাংকের হেড অফিসের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জসিম উদ্দিন ব্যাংকের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ হেলাল উদ্দিন, সরকারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও, পরিচালনা পর্ষদের পরিচালক কে. এম. তারিকুল ইসলাম, মোঃ আব্দুল মজিদ, মোঃ শাহ আলম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মোঃ শাহ আলম মিয়া, মাহবুবুন নাহার, মোঃ চয়নূল হক এবং ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শচীন্দ্র নাথ সমাদ্দার উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।