সিলেটের শীর্ষস্থানীয় রয়্যাল মার্ক হোটেলের সঙ্গে সমঝোতা স্মারক সই (এমওইউ) করেছে বেসরকারি খাতের ওয়ান ব্যাংক। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর মীরবক্সটুলাস্থ হোটেলের সুফরা রেস্টুরেন্টে এই সমঝোতা স্মারক সই করা হয়।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে রয়্যাল মার্ক হোটেলের পক্ষে ডিজিএম ও ম্যানেজমেন্ট কোওর্ডিনেটর মৃদুলাল ভট্টাচার্য, হেড অফ অপারেশন আব্দুল মতিন সরকার, হেড অফ মেন্টেইনেন্স ইঞ্জিনিয়ার আফসানুল হক হাবিব, হেড অফ এইচআর সামিউল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ওয়ান ব্যাংক পিএলসির পক্ষে লালদিঘিরপার ব্র্যাঞ্চের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ফুয়াদ চৌধুরী, সিলেট ব্র্যাঞ্চের ব্র্যাঞ্চ সার্ভিস ম্যানেজার আর কে এম মোস্তাক চৌধুরী, সিলেট ব্র্যাঞ্চের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মামনুন মাননান, ইসলামপুর ব্র্যাঞ্চের মো. আব্দুল মুকিত, সিলেট ব্র্যাঞ্চের বিজনেস সাপোর্ট অফিসার তন্ময় দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুসারে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যবসায়িক সফলতা অর্জন, পারস্পরিক সেবার মান উন্নয়ন, উন্নত গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং নতুন উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করবে। প্রেস বিজ্ঞপ্তি