বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে মিরপুরস্থ বিএডিসি উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর আওতায় ঋষধমংযরঢ় কর্মসূচি উদযাপিত হয়।
বিএডিসি’র সচিব মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে ২৭ আগস্ট অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএডিসি’র চেয়ারম্যান (গ্রেড-১) মোঃ রুহুল আমিন খান বলেন যে, একটি দেশের সামগ্রিক উন্নয়ন ও ভবিষ্যত তরুণ সমাজ তথা ছাত্রদের উপর নির্ভর করে। বাংলাদেশের ইতিহাস ও উন্নয়নের ক্ষেত্রে তরুণদের রয়েছে এক উজ্জ্বল ও গৌরবান্বিত অধ্যায়। সর্বশেষ জুলাই পুর্নজাগরণে তরুণ ছাত্র সমাজই ছিলো মূল নায়ক।
‘তারুণ্যের উৎসব ২০২৫’ এর আওতায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে গাছের চারা বিতরণ, কৃষি ভিত্তিক নাটিকা, কবিতা এবং বিতর্ক প্রতিযোগিতাসহ অন্যান্য কর্মসূচি পালিত হয়। প্রেসবিজ্ঞপ্তি।