উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসাবে পদোন্নতি পেয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসি’র মহাব্যবস্থাপক মো. নুরুল হুদা। ১০ এপ্রিল ২০২৫ অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়ে ইনভেষ্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-এ পদায়ন করা হয়।
মো. নুরুল হুদা ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসাবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি সততা ও দক্ষতার সাথে অগ্রণী ব্যাংকের সেন্ট্রাল একাউন্টস ডিভিশন, প্রজেক্ট লোন, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনসহ বিভিন্ন কর্পোরেট শাখা ও সার্কেল প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং মার্কেটিং বিভাগ থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় গুরুত্বপূর্ণ বিষয়ে স্পিকার হিসাবে সেশন পরিচালনা করেন। তিনি ব্যাংকিং বিষয়ে ভারত, নেপাল, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরবসহ দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ ও ভ্রমণ করেন। তিনি পিরোজপুর জেলায় স্বরূপকাঠী থানায় জন্মগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।