কর্মসংস্থান ব্যাংকের সুনামগঞ্জ শাখা, সুনামগঞ্জ এর গ্রাহক এবং অংশীজনের অংশগ্রহণে গতকাল ৮ সেপ্টেম্বর সোমবার শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, সুনামগঞ্জ-এ গ্রাহক সমাবেশ ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
গ্রাহক সমাবেশ ও গণশুনানীতে কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী ও সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো: আমিরুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের ঋণ আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মুহ: আকতার হোসেন প্রধান, শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহাব্যবস্থাপক মনোজ রায়, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: মোমতাজ উদ্দিন, বোর্ড সচিব মো: ইকবাল হোসেনসহ প্রমুখ।
গণশুনানীতে প্রধান অতিথি তাঁর বক্তব্যে, সুনামগঞ্জকে একটি ঐতিহ্যবাহী ও সম্ভাবনাময় উল্লেখ করে জেলার কৃষি, মৎস্য, হাওর নির্ভরপণ্য এবং পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময়ে তিনি উদ্যোক্তাদের কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।