ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি. (আইএফআইপিএলসি), বাংলাদেশের সর্বপ্রথম শরী’আহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান, ২০০১ সালের ২৭ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ১২ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। শুরু থেকেই আইএফআইপিএলসি বিশ্বাস, কর্মদক্ষতা ও উদ্ভাবনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ নিয়ে এগিয়ে চলেছে। বিগত ২৪ বছর ধরে আইএফআইপিএলসি দেশের আর্থিক খাতে সেবা প্রদানের ক্ষেত্রে অনন্য অবদান রেখে চলেছে। উন্নত প্রযুক্তির অবকাঠামো এবং বৈচিত্রময় পণ্যের পরিসর গ্রাহক সেবা প্রদানকে করেছে আরও সহজ, দ্রুত এবং আধুনিক। বর্তমানে দেশব্যাপী ৭টি শাখা গ্রাহকদের দিচ্ছে নির্ভরযোগ্য সেবা। গ্রহকদের চাহিদা অনুযায়ী আইএফআইপিএলসি-তে রয়েছে পূর্ণাঙ্গ ইসলামী শরী’আহ পদ্ধতিতে পরিচালিত বিভিন্ন ধরনের আমানত পণ্যের সমাহার।

মুদারাবা আসান ডিপোজিট স্কীম: আসান ডিপোজিপ স্কীম একটি স্বতন্ত্র আমানত স্কীম যাতে বাজারের অন্যান্য ডিপোজিট স্কীমের মতো প্রতিমাসে/একটি নির্দিষ্ট পরিমান অর্থ জমা করার বিষয় নেই। গ্রাহক তার ইচ্ছেমতো যেকোন সময় ৫০০ গুনিতকের যেকোন পরিমান অর্থ জমা করতে পারবেন। জমাকৃত অর্থের উপর প্রতিদিন মুনাফা পাবেন। বছরে নূন্যতম ৪ টি কিস্তি জমা দিতে হবে। এক কিস্তিতে সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা জমা দেয়া যাবে এবং বছরে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত জমা দেয়া যাবে। সঞ্চয়ে রাখার মতো টাকা কখন কত হবে সেটা যাদের জানা নেই তাদের জন্যই এ স্কীম। এর সর্বনি¤œ মেয়াদ এক বছর।

মুদারাবা মুহ্সিনাত ডিপোজিট স্কীম (শুধুমাত্র নারীদের জন্য): ‘তোমরা নারীদের ব্যপারে কল্যাণকামী হও’ (বুখারী ও মুসলিম)। নারীদের নিরাপদ আর্থিক স্বচ্ছলতার উদ্দেশ্যে আইএফআইপিএলসি নারীদের জন্য নিয়ে এসেছে সর্বোচ্চ মুনাফাধারী মাসিক মুনাফা সুবিধা ‘মুহ্সিনাত’। ১ বছর মেয়াদে প্রতি মাসে গ্রাহকের ব্যাংক এ্যাকাউন্টে মুনাফা প্রদান করা হবে। সর্বনি¤œ ১ লক্ষ টাকা এবং সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যাবে।

মুদারাবা হজ¦ ও ওমরাহ্ ডিপোজিট স্কীম: সামর্থ্যবান ব্যক্তিদের জন্য হজ¦ করা ফরজ। অনেকে হজে¦র নিয়ত করেও এককালীন টাকা জোগাড় করতে না পেরে যথাসময়ে হজে¦ যেতে পারেন না। প্রতিমাসে সঞ্চয়ের মাধ্যমে কাঙ্খিত সময়ে হজ¦ব্রত পালনে আপনাকে সহায়তা করাই এই স্কীমের লক্ষ্য। এই স্কীমে সবচেয়ে আকর্ষণীয় হারে মুনাফা প্রদান করা হয়। এই স্কীমের নির্দিষ্ট কোন মেয়াদ নেই। অন্যদিকে, ওমরাহ্ ডিপোজিট স্কীম সময়মত ওমরাহ্ পালনের নিমিত্তে আর্থিক সামর্থের নিশ্চয়তা বিধান করে। এই স্কীমের মেয়াদ যথাক্রমে ১, ২, ৩ ও ৫ বছর। মাসিক আমানতের পরিমাণ সর্বনি¤œœ ১ হাজার টাকা থেকে শুরু। জমাকৃত টাকার বিপরীতে থাকছে শতকরা ৮০ ভাগ অর্থ উত্তোলনের সুবিধা।

মুদারাবা আত্ফাল ডিপোজিট স্কীমঃ ‘সন্তানদেরকে এমন অবস্থায় ছেড়ে যেয়ো না যে, তোমার অবর্তমানে সে অন্যের কাছে হাত পাতবে’ (আল হাদীস)। ছাত্র-ছাত্রী বা আপনার সন্তানদের মধ্যে আধুনিক ব্যাংকিং সেবা ও সঞ্চয়ের মানসিকতা সৃষ্টির লক্ষ্যে আইএফআইপিএলসি অত্যন্ত আকর্ষণীয় মুনাফায় স্কুল ব্যাংকিং প্রোডাক্ট চালু করেছে। ছয় থেকে আঠারো বছরের কম বয়সের শিক্ষার্থীরা ‘আতফাল’ নামক স্কুল ব্যাংকিং সেবাটি খুলতে পারবে। নূন্যতম প্ররম্ভিক জমা ১০০ (একশত) টাকা দিয়ে হিসাব খোলা যাবে। এই স্কীমের সরকারী ফি ছাড়া অন্য কোন সার্ভিস চার্জ কর্তন করা হয় না।

সকল সেবা পণ্যের ক্ষেত্রেই রয়েছে বিকাশ ও নগদের মাধ্যমে খুব সহজে অর্থ জমা দেয়ার সুবিধা। গ্রাহকদের সুবিধার জন্য যোগাযোগঃ মোবাইলঃ ০১৭৬৬৬৬৫৭৮৭। প্রেসবিজ্ঞপ্তি।