গত বুধবার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ (Abdul Motaleb Sazzad Mahmud), এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর সভাপতিত্বে ব্যাংকের পরিচালনা বোর্ডের ১১০তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ (Mir Mofazzul Hossain) বোর্ডের অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় ব্যাংকটিতে তথ্য প্রযুক্তি নির্ভর সেবা নিশ্চিত করা এবং আধুনিকায়নসহ ব্যাংক পরিচালনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রেস বিজ্ঞপ্তি।