জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব উপলক্ষে ইসলামী ব্যাংক পিএলসি মিরসরাই শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি এই স্লোগানে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ব্যাংক মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মাওলানা নুরুল কবির। ব্যাংকের এভিপি ও শাখা প্রধান এম রুহুল আমিনের সভাপতিত্বে এবং ব্যাংকের আরডিএস প্রকল্পের ইউনিট অফিসার মো. আলা উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-প্রকল্প কর্মকর্তা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিনিয়োগ ইনচার্জ মো. আব্দুর রহমান। মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, ব্যাংকের প্রজেক্ট অফিসার মো. একরামুল হক সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, গ্রাহক, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে সীমাবদ্ধ নেই। দেশের আর্থ সামাজিক উন্নয়নে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। গ্রাহকদের ভালোবাসায় ব্যাংকটি অনেক দূর এগিয়ে যাচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মিরসরাইয়ে প্রায় সহ¯্রাধিক ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। ভবিষ্যতেও এমন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।