“ব্যাংকিং বিষয়ে সচেতনতা নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথ প্রশস্ত করবে। নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্যের জন্য আর্থিক জ্ঞান অপরিহার্য। সঠিক আর্থিক পরিকল্পনা, বাজেটিং, সঞ্চয় এবং ঋণ ব্যবস্থাপনা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে তারা আরও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবসা এগিয়ে নিতে পারবেন।” CWCC এর প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (প্রাক্তন) ও সদস্য খালেদা আদিব আউয়াল, গতকাল ১৯ নভেম্বর ২০২৫ বিকেল ০৩:৩০ ঘটিকায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (CWCCI) এর উদ্যোগে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক (GEW) ২০২৫ উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে “Discussion on Financial Literacy for Women Entrepreneurs” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভাপতির বক্তব্যে CWCCI এর প্রেসিডেন্ট জনাবা আবিদা মোস্তফা নারী উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা উন্নয়নে আর্থিক সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে বলেন, “নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা, আর্থিক পরিকল্পনা, ব্যাংকিং সেবা গ্রহণ এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানের প্রধান বক্তা ইস্টার্ন ব্যাংক পিএলসি, প্রাইওরেটি এন্ড উইম্যান ব্যাংকিং এর হেড তানজেরী হক তার বক্তব্যে নারী উদ্যোক্তাদের আর্থিক দক্ষতা বৃদ্ধি, ডিজিটাল ব্যাংকিং সুবিধা গ্রহণ, ঝুঁকি মূল্যায়ন ও পরিকল্পিতভাবে ব্যবসা সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “সঠিক আর্থিক সিদ্ধান্ত ব্যবসার সাফল্যের ভিত্তি তৈরি করে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন CWCCI এর প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক গুলশানা আলী।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন CWCCI এর প্রতিষ্ঠাতা মনোয়ারা হাকিম আলী, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আক্তার, পরিচালক নুজহাত নূয়েরী কৃষ্টি, সদস্য রোকেয়া নাসরিন, ইবিএল উইম্যান ব্যাংকিং এর ম্যানেজার আব্দুল্লাহ তাহমিদ রাফি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন CWCCI এর ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন CWCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ, পরিচালক কাজী তুহিনা আক্তার, নুর আক্তার জাহান, সৈয়দা কামরুন নাহার, নাসরিন সুলতানা চৌধুরী, সুবর্ণা দে, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও সদস্য আইভি হাসান, প্রাক্তন পরিচালক ও সদস্য আক্তার বানু ফেন্সি, ফেরদৌস ইয়াসমিন খানম সহ অন্যান্য সদস্যবৃন্দ, রাঙ্গামাটি উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা বেগম এবং ইবিএল উইম্যান ব্যাংকিং এর সিনিয়র ম্যানেজার মেরিলিন বৃষ্টি গোমেজ। প্রেসবিজ্ঞপ্তি।