মণিরামপুর (যশোর) সংবাদদাতা : মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজারে ইসলামি ব্যাংকের একটি এজেন্ট শাখাকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ৯ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
বোমা বিস্ফোরণে এজেন্ট শাখাটি পরিচালনাকারী ফিজাজ উদ্দীনের দোকানের কাচের দরজা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ইসলামি ব্যাংকের ওই এজেন্ট শাখাটি দোকানের মালিক ফিজাজ উদ্দীন পরিচালনা করে আসছেন।
ফিজাজ উদ্দীন জানান, তিনি কয়েক দিনের জন্য বাইরে অবস্থান করছেন। বিস্ফোরণের সময় দোকানে তার দুইজন কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তাদের নাম প্রকাশ করা হয়নি।
স্থানীয়রা জানান, গত ৫ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৬টার দিকে মণিরামপুর উপজেলার ১৭ নম্বর মনোহরপুর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় রানা প্রতাপকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় কপালিয়া বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।