রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে (মোহাম্মদপুর, ঢাকা) অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।
এ সময় পরিচালনা পর্ষদের পরিচালক ড. মোহাম্মদ ফজলুল হক, কবিরুল ইজদানী খান, মোহাম্মদ সুলতান মাহমুদ, মুজাফফর আহম্মদ, মো. সাঈদ কুতুব এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন। মূল প্রতিযোগিতায় অগ্রণী ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ মার্চপাস্ট, দৌড়, রিলে দৌড়, লং জাম্প, হাই জাম্প, সাইকেল রেস, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, পিলো পাসিং, হাঁড়ি ভাঙ্গা, রশি টানাটানি, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম এবং সদস্য সচিব ও মহাব্যবস্থাপক মো. জালাল উদ্দিনের তত্ত্বাবধানে দুই দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতা সমাপনান্তে শনিবার বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্বব্যাপী আনন্দের আধার হলো খেলাধুলা। এই খেলাধুলার মধ্য দিয়ে আহরিত এই আনন্দকে কর্মজীবনে বাস্তবায়নের মাধ্যমে অগ্রণী ব্যাংক কাক্সিক্ষত সাফল্য অর্জনে সক্ষম হবে। প্রেসবিজ্ঞপ্তি।