ইবি রিপোর্টার : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ছাত্রশিবিরের দাবির পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রোববার ২৬ অক্টোবর ১২ টায় উপাচার্যের কার্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিদের সাথে এক বৈঠক শেষে এই ঘোষণা দেয় তারা।
এর আগে ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্র সংগঠন দীর্ঘদিন ধরে পেমেন্ট সিস্টেম ডিজিটালাইজেশন করার দাবি জানিয়ে আসছিল। সর্বশেষ গত শনিবার (১৮ অক্টোবর) এক বিক্ষোভ সমাবেশ শেষে সাত দিনের মধ্যে পেমেন্ট সিস্টেম ডিজিটালাইজেশনে পদক্ষেপে না নিলে প্রশাসন অচল করে দেওয়া হুঁশিয়ারি দেয় ছাত্রশিবির। পাশাপাশি বিভিন্ন ব্যাংকের সাথে তাদের সমন্বয়মূলক আলোচনার সূত্র ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠক বসে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ।
জানা যায়, প্রতিটি শিক্ষার্থীকে নিজস্ব ইউনিক আইডি দেয়া হবে। যেখানে তার যাবতীয় পেমেন্ট সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে। যার মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে বসেই সম্পূর্ণ বিনামূল্যে বিভাগ ফি, হল ফি, পরিবহন ফিসহ সকল ধরনের পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে।
এ সময় ভিসি অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহসহ উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড জাহাঙ্গীর আলম। এছাড়াও রেজিস্ট্রার অধ্যাপক ড. মঞ্জুরুল হক, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী ও সহকারী পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাসিসট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ও পেমেন্ট সিস্টেম ইনচার্জ এ.এন.এম তাওহিদুল ইসলাম, ঝিনাইদহ ব্রাঞ্চের প্রধান এম রুহুল আমিন, মনিরুল ইসলাম ও শেখপাড়া বাজার সাব-ব্রাঞ্চের ইনচার্জ মোহাম্মদ রবিউল। এছাড়াও ছাত্রপ্রতিনিধিদের ছাত্রশিবিরের সভাপতি মু. মাহমুদুল হাসান, ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।ইসলামী ব্যাংকের পক্ষে অ্যাসিসট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট ও পেমেন্ট সিস্টেম ইনচার্জ এ.এন.এম তাওহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সংশ্লি’ প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাতে ফ্রি অফ কস্ট তাদের টিউশন ফি দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করার চে’া করছি। এবং অতি দ্রুতই হয়তো বা এটা বাস্তবে দেখা যাবে এবং ছাত্র-ছাত্রীরা যেকোনো জায়গা থেকে এই সেবাটা নিতে পারবে। এর সাথে পুরো বিশ্ববিদ্যালয়কে একটা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের আওতায় নিয়ে আসার আমরা এটিএম, সিআরএম, বাংলা কিউআর কোডসহ অন্যান্য সকল সেবাগুলো আমরা এখানে দিতে চাচ্ছি। যাতে করে বিশ্ববিদ্যালয়কে একটা অটোমেশনের জায়গায় নিয়ে যেতে পারি।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই পেমেন্ট সিস্টেম ডিজিটাল করার দাবি জানিয়ে আসছিলাম। স্মারকলিপিও দিয়েছিলাম অনেক আগেই। সর্বশেষ কর্মসূচিতে আমরা প্রশাসনকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আশা করছি খুব দ্রুতই এক্সিকিউশন হবে।’
ভিসি অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ছাত্রদের দীর্ঘদিনের দাবীর পরিপ্রেক্ষিতে এবং আমরা বর্তমান যুগের চাহিদা অনুসারে আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।
এক্ষেত্রে ইসলামী ব্যাংক এগিয়ে এসেছে। আমরা অতি শীঘ্রই ইসলামী ব্যাংকের সাথে ডিজিটালাইজেশন অব পেমেন্টের ক্ষেত্রে আমরা তাদের সাথে নিয়মতান্ত্রিক প্রসেসে অগ্রসর হবো। এক সপ্তাহের মধ্যেই ওনারা পাইলটিং কাজটা শুরু করবেন বলে জানান তারা। সবচেয়ে বড় ব্যাপার হলো যে, ছাত্রদের দীর্ঘদিনের দাবি এটি পূরণ হতে যাচ্ছে। এটি হলো আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয়।’