অগ্রণী ব্যাংক পিএলসি’র বিদ্যমান ইসলামি ব্যাংকিং সফটওয়্যারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আধুনিক ফিচারসমৃদ্ধ কোর ব্যাংকিং সফটওয়্যার Ababil NG বাস্তবায়নের জন্য মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের সঙ্গে অগ্রণী ব্যাংকের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহমুদ হোসেইনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় অগ্রণী ব্যাংক পিএলসি’র ইসলামী ব্যাংকিং উইন্ডো সম্প্রসারণ কর্মসূচির মাধ্যমে ইসলামী ব্যাংকিং কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে বিদ্যমান ৬০ টি উইন্ডো থেকে দেশের সকল শাখায় ইসলামী ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করার পাশাপাশি গ্রাহক সেবার মান আরও উন্নত হবে। প্রেসবিজ্ঞপ্তি।