গত ১২ই মে সোমবার সকাল ১১-০০টায় উত্তরা ব্যাংক পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ৩৫% (১৭.৫০% নগদ ও ১৭.৫০% স্টক) লভ্যাংশ ঘোষণা এবং লাভ ক্ষতি হিসাবসহ বার্ষিক প্রতিবেদন-২০২৪ অনুমোদন করা হয়। পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মাকসুদুল হাসানসহ অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রেসবিজ্ঞপ্তি।