গত ২৪ জুন মঙ্গলবার ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ‘Good Governance, Ethics & Integrity in Corporate Environment & Personal Life’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও অগ্রগণ্য বুদ্ধিজীবী ডঃ সলিমুল্লাহ খান, প্রফেসর, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ উক্ত কর্মশালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মোঃ আব্দুর রহিম ও মোঃ মেশকাত-উল-আনোয়ার খান । এসময় আরো উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারী। এছাড়াও কর্মশালায় ব্যাংকের প্রধান কার্যালায় থেকে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অফিসারগন উপস্থিত ছিলেন এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আঞ্চলিক প্রধানগন, বিভিন্ন শাখা ব্যবস্থাপক ও অফিসারগন অংশগ্রহন করেন।
অত্যন্ত প্রাণবন্ত এই কর্মশালায় ড. সলিমুল্লাহ খান কর্পোরেট পরিবেশের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সুশাসন, নৈতিকতা ও সততার গুরুত্ব নিয়ে গভীর ও অন্তর্দৃষ্টিপূর্ণ আলোচনা করেন। এছাড়াও তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি বিষয়ে যুক্তিসম্মত ও স্পষ্ট ব্যাখার মাধ্যমে উত্তর প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি।