খেলাপী বিনিয়োগ আদায়ের জন্য অর্থঋণ আদালতে দায়ের করা মামলার বিষয়ে সার্বিক অবস্থা পর্যালোচনার লক্ষ্যে এক্সিম ব্যাংকের প্যানেল আইনজীবীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের প্রশাসকের সহযোগী শেখ আহমেদ জামি, মোঃ রাইসুল ইসলাম এবং মোঃ আব্দুল আওয়াল চৌধুরী, এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ (জুম্মা), উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম, মোঃ মইদুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সভায় ব্যাংকের প্রশাসক মোঃ শওকাতুল আলম অর্থঋণ আদালতে চলমান মামলাসমূহ সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন এবং খেলাপী বিনিয়োগ আদায়ের ক্ষেত্রে সবধরনের পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। একই সাথে তিনি ইতোমধ্যেই যে সকল মামলায় ব্যাংকের পক্ষে রায় হয়েছে সে সকল বন্ধকি সম্পত্তি বিক্রির প্রক্রিয়াকে আরও গতিশীল ও বেগবান করার পরামর্শ প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি।