সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল নিরবিচ্ছিন্ন ব্যাংকিং অপারেশন সংক্রান্ত বিষয়ে আলোচনার লক্ষ্যে শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের সাথে মতবিনিময় সভা করেছেন ২৪ নভেম্বর ২০২৫ তারিখে। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের সাথে ব্যাংকের অপারেশনাল কার্যক্রমকে নির্বিঘœ ও গতিশীল করতে করণীয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন প্রশাসক দল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক জনাব মোঃ সালাহ উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সর্বজনাব মোঃ রাশেদুল ইসলাম এবং ড. মোহাম্মদ বজলুল করীম।

এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ নাজমুস সায়াদাত এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপক ও উপশাখাসমূহের ইনচার্জ বৃন্দ।

প্রশাসক টিম শাখাসমূহের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং গ্রাহকসেবা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, রিকভারি ত্বরান্বিত করা এবং সেবা প্রদানে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। জনাব মোঃ সালাহ উদ্দীন বলেন, সমন্বিত এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমেই নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব।

এ লক্ষ্যে গ্রাহকদেরকে সকল প্রকার স্বাভাবিক ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করার বিষয়ে ঘাটতি যাতে না হয় সেদিকে অধিক সচেষ্ট থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জরা ব্যাংকের সেবা আরও উন্নত করা এবং গ্রাহকদের আস্থা সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।