সোনালী ব্যাংক স্টাফ কলেজ আয়োজিত হুইসেল ব্লোয়ার, হুইসেল ব্লোয়ার পলিসি ও শুদ্ধাচার কৌশল বিষয়ে প্রশিক্ষকদের জন্য দুইদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ১৭ মে, শনিবার রাজধানীর উত্তরায় অবস্থিত সোনালী ব্যাংক স্টাফ কলেজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্য ও ব্যাংকের ন্যায়পাল মোহাম্মদ মাসরুরুল ইসলাম। স্টাফ কলেজের প্রিন্সিপাল সাহিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। এসময় অন্যান্যদের মধ্যে স্টাফ কলেজের সকল নির্বাহী, ফ্যাকাল্টি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।