ইবনে সিনা ট্রাস্ট এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, স্টাফ ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সব শাখা থেকে ও ছাত্র/ছাত্রীগণ ইবনে সিনা যশোর সেন্টার থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ট্রাস্টের ডিজিএম (প্রশাসন) মোহাম্মদ জাহিদুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: এনামউজ্জামান।
উক্ত চুক্তি অনুষ্ঠানটি জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের স্মরণে উৎসর্গ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার, ল সেল, সাজিদুর রহমান, ইবনে সিনা ট্রাস্টের এজিএম ডেপুটি হেড বিজনেস ডেভেলপমেন্ট গাজী মোঃ তরিকুল ইসলাম, করপোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, করপোরেট সাউথ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল ও অফিসার, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট হাসনুর রহমান খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।