ইবনে সিনা ট্রাস্ট এবং ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. (এনটিভি) এর মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী এনটিভির সকল স্টাফ, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনার সব শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইবনে সিনা ট্রাস্টের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী এবং এনটিভির ডিরেক্টর নুরুউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, অনলাইনের সম্পাদক ও প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ, বিপণন প্রধান অঞ্জন কুমার কুন্ডু, প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন, অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, ব্রডকাস্ট বিভাগের এজিএম আব্বাস উদ্দিন শান্ত, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এজিএম আসাদুজ্জামান টিটুসহ এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা ও ট্রাস্টের করপোরেট রিজিওনাল ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ মাসুদ, কর্পোরেট সাউথ জোন ইনচার্জ বিজনেস ডেভেলপমেন্ট আবু আব্দুল্লাহ রাসেল, সিনি: অফিসার, করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট মো: বিপ্লব হোসেন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি