‘ফুয়াদ ফার্নিচার’ ১৯৯৮ সনে যাত্রা শুরু করে রজত জয়ন্তীর মাইলফলক অতিক্রম করে প্রায় ৩ দশক পূর্ণ করতে চলছে। ব্যবসায়িক পরিধি বৃদ্ধি ও ফার্নিচারকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে গতকাল ২৯ সেপ্টেম্বর, সোমবার, ২০২৫ইং ফুয়াদ ফার্নিচারের ২য় শোরুম রিং রোড, আদাবর, ঢাকায় উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ফুয়াদ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহ মো. বুলবুল ইসলাম এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি সদস্য ও ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান, অধ্যাপক আ.ন.ম আব্দুজ জাহের।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুয়াদ ফাউন্ডেশনের সম্মানিত সদস্য-প্রশাসন ডাঃ মো. রহিম উল্লাহ, সদস্য-অর্থ জনাব মো. শহীদ ফারুকী, এফসিএস এবং ট্রাস্টি সদস্য জনাব মো. রফিকুল ইসলাম খান এফসিএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের জামায়াত সংসদ সদস্য প্রার্থী জনাব মো. মোবারক হোসাইন, জনাব শহিদুল ইসলাম মক্কী, সাবেক ডাইরেক্টর, আইবিবিএল ও সভাপতি, আইবিডব্লিউএফ, কর্ণেল (অব) মাকসুদুল হক, অধ্যক্ষ, বাদশা ফয়সাল ইনস্টিটিউট, জনাব আল-আমিন সবুজ, আদাবর থানা আমীর ও হান্নান, মোহাম্মদপুর উত্তর থানা আমীর। আরো উপস্থিত ছিলেন ফুয়াদ ফাউন্ডেশনের সিনিয়র জি.এম অ্যাডভোকেট সৈয়দ আতাউর রহমান, প্রজেক্ট ইনচার্জ জনাব মো. আলমগীর কবির, ডেপুটি ম্যানেজার জনাব মো. রায়হান উদ্দিন ও কর্মকর্তা/কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।