গত বুধবার হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর উদ্যোগে ঢাকা আহ্ছানিয়া মিশন অডিটোরিয়ামে এক ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হজ¦ ফাইন্যান্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হজ¦ ফাইন্যান্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: শফিকুর রহমান। এইচএফসিএল এর পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক ড. এহছানুর রহমান ও ড. এস এম খলিলুর রহমান সভায় উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের প্রধানসহ সম্মানিত ব্যক্তিবর্গ। আগত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ উন্মুক্ত আলোচনায় অংশ নেন ও এইচএফসিএল এর আমানত ও বিনিয়োগ সেবাসমূহ নিয়ে বিভিন্ন ভবিষ্যৎ দিক নির্দেশনা প্রদান করেন। সভায় এইচএফসিএল এর ঊর্ধ্বতন নির্বাহীসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
কর্পোরেট
হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড এর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা
গত বুধবার হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান)
Printed Edition
