ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে বলে ব্যাংক ও হ্যাকার গ্রুপ উভয় পক্ষের দাবি পাওয়া গেছে।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ঘটনার বিষয়টি ব্যাংকের জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছেন।

হ্যাকারদের দাবিতে পেজের প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করা হয়েছে এবং সেখানে হুমকিস্বরূপ একটি বার্তা প্রকাশ করা হয়েছে। পোস্টে ‘Team MS 47OX’ নামের একটি হ্যাকার গ্রুপের উল্লেখ পাওয়া গেছে। তা

রা জানিয়েছে তারা ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করছে এবং শিগগিরই ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানোর হুমকি দিয়েছে।

ইসলামী ব্যাংকের জনসংযোগ প্রধান নজরুল ইসলাম গণমাধ্যকে জানান, ভোর ৫:৪২ মিনিটের দিকে তারা হ্যাকের তথ্য পেয়েছেন। ব্যাংকের আইটি বিভাগ ঘটনাটির কারণ নির্ণয় ও পেজ পুনরুদ্ধারের কাজ করছে। তিনি জানিয়েছেন, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ঘটনার পর ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষ অনিশ্চয়তায় পড়েছেন; কেউ কেউ জানিয়েছেন, ওই সময়ে পেজে অস্বাভাবিক পোস্ট দেখা গেছে। তবে ওই সময় ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা বা আর্থিক ট্রানজেকশনে কোনো প্রভাব পড়েছে কি না, তা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রেক্ষিতে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন-প্রোফাইল বা পেজ হ্যাকিং কেবল সামাজিক যোগাযোগমাধ্যম সীমাবদ্ধ নাও থাকতে পারে; প্রাথমিক যাচাই না করে পেজে দেওয়া কোনো লিংক, ফর্ম বা নির্দেশ মেনে চললে গ্রাহক তথ্য ও আর্থিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই ব্যবহারকারীদের অফিশিয়াল চ্যানেলে কোনো অনির্যাতিত লিংকে ক্লিক না করার, ব্যাঙ্কের সাথে সন্দেহ হলে সরাসরি ব্যাংকের অফিসিয়াল কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে ব্যাংকের আইটির কাজ ও ফেসবুকের নিরাপত্তা বিভাগে রিপোর্ট করা হয়েছে; আনুষ্ঠানিক তদন্ত শেষে ব্যাংক বিস্তারিত বিবৃতি দেবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।