DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

উদ্যোক্তা

বিনিয়োগ আকর্ষণে সরকারের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে বিডায় লার্নিং সেশন

বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আরও কার্যকরভাবে আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর উদ্যোগে, “FDI & Investment Promotion Competencies” শীর্ষক দিনব্যাপী এক লার্নিং সেশন আয়োজন হয়।

পাদুকা শিল্পে ধস নামার আশংকা সাধারণ জুতায় ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি উদ্যোক্তাদের

দেশীয় পাদুকা শিল্পের অন্যতম কমদামি এবং রিসাইকেলযোগ্য পণ্য প্লাস্টিক-রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও সাধারণ জুতার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। আজ ১৭ জুন মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানান। পরে ডিআরইউ ভবনের সামনে মানববন্ধনও করেন উদ্যোক্তারা।

প্রধান উপদেষ্টার সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যেতে চায় রাশিয়া

গ্যাস অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়া। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রীগোরিয়েবিছ খোজিন গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান।

কুমারখালীর মাটির তৈরি তৈজসপত্র যাচ্ছে বিদেশে, সরকারী পৃষ্ঠপোষকতা জরুরী

শহর কিংবা গ্রামেও এখন আর মাটির তৈরি তৈজসপত্র, হাঁড়ি-পাতিল তেমন চোখে পড়েনা। কালের আবর্তে হারিয়ে যাচ্ছে এই মৃৎশিল্পটি। প্লাস্টিক, সিরামিক আর অ্যালুমিনিয়ামের পণ্যসামগ্রী মৃৎশিল্পের বাজার দখল করেছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যাণপুর মৃৎশিল্প সমবায় সমিতির সদস্যরা মাটির আধুনিক মানের তৈজসপত্র তৈরি করছে প্রায় দেড় যুগ ধরে। তাদের উৎপাদিত পণ্যসামগ্রী স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশেও।

নেছারাবাদে জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বরিশালে বায়োজিনের নতুন শাখার উদ্বোধন

বরিশালবাসীর জন্য দারুণ সুখবর নিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড বায়োজিন কসমেসিউটিক্যালস। বিশ্বমানের স্কিনকেয়ার ট্রিটমেন্ট, অথেনটিক ডার্মো কসমেটিকস, এবং এক্সপার্ট ডক্টর কনসালটেশন— সবকিছুই এখন এক ছাদের নিচে।

রংপুরে চাকরি ছেড়ে মাশরুম চাষে সফল আবুল কালাম

পরিশ্রমের তুলনায় বেতন কম হওয়ায় চাকরি ছেড়ে দিয়ে নিজ উদ্যোগে মাশরুম চাষ করে এখন সফলতার স্বপ্ন দেখছেন রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের প্রাণনাথ চর এলাকার উদ্যোক্তা মোঃ আবুল কালাম। এক সময় গার্মেন্টসে চাকরি করতেন সেখানে পরিশ্রমের তুলনায় বেতন কম হওয়ায় চাকরি ছেড়ে দিয়ে নিজ উদ্যোগে মাশরুম চাষ শুরু করেন তিনি।