মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : সোনালি আউশ ধান কেটে ঘরে তোলার মৌসুম চলছে।
মুরাদনগর উপজেলার খেতগুলো পাকা ধানের গন্ধে মেতে উঠেছে। খেতে খেতে কৃষকেরা ব্যস্ততা সীমাহীন। কেউ পাকা ধান কাটছেন, কেউবা ধান মাড়াইয়ে ব্যস্ত। ছোট-বড় অনেকে মিলে সেই ধান ঘরে তুলছেন।
কুমিল্লার মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলায় এ বছর ১১৪৩৮ হেঃ জমিতে আউস আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৫১৪৫০ মে.ট.। এ বছর উপজেলায় ব্রিধান ৪৮, ব্রি ধান ৮২, ব্রি ধান৮৫, ব্রি ধান৯৮, ব্রিধান ১০৬, বিনা ধান১৯ জাতের আবাদ হয়েছে। আউস ধান বৃষ্টি নির্ভর হওয়ায় আর এ বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ভাল ফলনের আশা করছে কৃষকরা। আকবপুর ইউনিয়নের কৃষক জনাব রুবেল জানান, তিনি ১ বিঘা জমিতে ব্রি ধান৯৮ চাষ করে ১৮ মন ধান পেয়েছেন, যা গতবারের চেয়ে অনেক বেশি।