শিল্প ও বাণিজ্য
ফ্ল্যাট ও প্লট বুকিং দিলে বিশেষ ছাড়
কুমিল্লায় জমে উঠেছে কর্ণফুলি আবাসন মেলা
কুমিল্লার আবাসন খাতে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান কর্ণফুলী ডেভেলপারস (প্রা:) লিঃ -এর এর উদ্যােগে চলছে (২১-২৮)ফেব্রুয়ারি পর্যন্ত)।

কুমিল্লার আবাসন খাতে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান কর্ণফুলী ডেভেলপারস (প্রা:) লিঃ -এর এর উদ্যােগে চলছে (২১-২৮)ফেব্রুয়ারি পর্যন্ত)। জমে উঠেছে কর্ণফুলী আবাসন মেলা। মেলা উপলক্ষে রেডি ফ্ল্যাট ও দোকান,শপিং মলসহ বুকিংয়ে দিলেই ২ লক্ষ টাকা ছাড়ে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গতকাল বৃহস্পতিবার কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তা মোড় কর্ণফুলী সৈয়দ আহম্মেদ শপিং মলে গিয়ে সরেজমিনে দেখা যায়, মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীর অনেকেই ফ্ল্যাট বা প্লট বুকিং দিচ্ছেন। কেউ কেউ আবার পছন্দের প্রকল্প সম্পর্কে জানতে এসেছেন। মেলা চলাকালীন আগত দর্শনার্থীরা বিভিন্ন।
প্লট-অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট বুকিং দিলেই পাচ্ছেন বিশেষ ছাড়।
নগরীর শাকতলা থেকে মেলায় এসেছেন শহিদ উল্ল্যাহ। তিনি বলেন, আমি একটি ফ্ল্যাট কিনতে চাই। এর আগে বিভিন্ন আবাসন কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু পছন্দমতো পাইনি।এখানে পরিবেশ যোগাযোগ ব্যবস্থা দেখে আমার খুব পছন্দ হয়েছে।কারণ এখান যোকোন যায়গায় যাতায়াত করা সহজ হবে।
কোম্পানীর জিএম ফয়েজ আহমাদ বলেন, আমরা এমনিতেই কম দামে ফ্ল্যাট বিক্রি করে থাকি। তারপরও মেলা উপলক্ষে আমাদের এখানে বুকিং দিলে ২ লক্ষ টাকা ছাড়।
বর্তমানে আমাদের ২০টি প্রজেক্টের কাজ চলমান। গ্রাহকের সাধ্য অনুযায়ী আমাদের কাছে সাড়ে ৪ হাজার থেকে ৫হাজার টাকা স্কয়ার ফিটের, দোকান, ফ্ল্যাট রয়েছে। মেলা উপলক্ষে ভালো সাড়া পাচ্ছি।
বরুড়া উপজেলা থেকে আসা মোহাম্মদ সুমন বলেন,কয়েক বছর ধরেই চিন্তা করছি ফ্ল্যাট কেনার। কিছু টাকাও সঞ্চয় করেছি। কয়েকটা কোম্পানির সঙ্গে যোগাযোগও হয়েছিল। তবে বাজেট অনুয়ায়ী পছন্দের ফ্ল্যাট পাইনি। মেলায় এসে ভালো লেগেছে। আজ পরিবার নিয়ে এসেছি।
লাকসাম থেকে আসা সাইফুল ইসলাম বলেন, মেলায় এসেছি প্লট বা ফ্ল্যাট যা পাব বুকিং দেব। অফিস থেকে যে হোম লোন পাব সেটা কাজে লাগাতে চাই।
কেমন ফ্ল্যাট বা প্লট কিনবেন এ বিষয়ে তিনি বলেন, প্রথম পছন্দ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে এলাকা। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক। এখান আসা-যাওয়া আমার জন্য সহজ তাই এখানে আসছি আল্লাহ পাক যদি কপালে রাখেন তাহলে একটা ফ্ল্যাট বুকিং দিব।
চৌদ্দগ্রাম উপজেলা থেকে আসা প্রবাস ফেরত ইসমাইল মোল্লা বলেন,দীর্ঘ অনেক বছর প্রবাস জীবন ছিলাম।চিন্তা করছি পরিবার খরচ মিটানোর জন্য একটি দোকান বুকিং দিব।
কর্ণফুলি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মে:মজিবুর রহমান ভুইঁয়া বলেন, অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং নতুন ও সময়য়োপযোগী কিছু ধারণা নিয়ে কর্ণফুলি চলমান বিভিন্ন প্রকল্প গ্রাহকদের আকৃষ্ট করেছে।
গত ৭দিন ধরে মেলায় আমরা গ্রাহক দর্শনার্থীদের আশানুরুপ সাড়া পেয়েছি।