বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহেই সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে রূপার দামও ছুঁয়েছে নতুন রেকর্ড। খবর—রয়টার্স।
শনিবার (৬ ডিসেম্বর) মার্কিন বাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪,২১২.১৬ ডলারে।
টিডি সিকিউরিটিজের পণ্য কৌশল প্রধান বার্ট মেলেক বলেন, কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পথে এগোচ্ছে—এ ব্যাপারে এখন প্রায় নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ডলারের মান কিছুটা দুর্বল হয়েছে, যা স্বর্ণের দাম বাড়ার প্রধান কারণ।
মার্কিন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মূল ব্যক্তিগত খরচ ব্যয় মূল্য সূচক (PCE) বেড়েছে ০.৩ শতাংশ; তবে বার্ষিক বৃদ্ধির হার নেমে দাঁড়িয়েছে ২.৮ শতাংশে।
সিএমইর ফেডওয়াচ টুল দেখাচ্ছে, ৯–১০ ডিসেম্বরের বৈঠকে ফেড সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে—এ সম্ভাবনা বর্তমানে ৮৭.২ শতাংশ।
রেকর্ড দামে রূপা
রূপার মূল্যও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতি আউন্স রূপার দাম ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫৮.৫৯ ডলারে, যা এর আগেই সর্বোচ্চ ৫৯.৩২ ডলার ছুঁয়ে যায়। পুরো সপ্তাহে রূপার দাম বেড়েছে মোট ৪ শতাংশ।
মেলেক জানান, রূপা মূলত স্বর্ণের ধারা অনুসরণ করছে। অনেক বিনিয়োগকারীর মতে, রূপার দাম এখনও তুলনামূলকভাবে কম। কাঠামোগত ঘাটতি ও বিদ্যুতায়নের চাহিদা বৃদ্ধি রূপার মূল্য বাড়াতে বড় ভূমিকা রাখছে।