গাজীপুরে দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল ছোড়ে। সংঘর্ষে চার পুলিশসহ অন্তত সাত শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন থানার কলম্বিয়া এলাকায় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের একটি পোশাক কারখানার শত শত শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়কে নামেন। সকাল ৮টার দিকে তারা কলম্বিয়া মোড়ে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রায় ৮০০ শ্রমিকের কর্মরত এ কারখানায় জুলাই ও আগস্ট মাসের বেতন আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন শ্রমিকরা। তারা জানান, মালিকপক্ষ বারবার প্রতিশ্রুতি দিলেও বেতন দিচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে চরম সংকটে পড়েছেন তারা। বাসাভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালাদের চাপও সহ্য করতে হচ্ছে।

পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের সরানোর চেষ্টা করলেও ব্যর্থ হলে প্রথমে লাঠিচার্জ, পরে ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে এবং উভয় পক্ষের মোট ১১ জন আহত হন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম বলেন, “শুধু জুলাই মাসের বেতন বাকি ছিল, যা ফ্যাক্টরি কর্তৃপক্ষ আগস্ট মাসের ২০ তারিখে পরিশোধ করার কথা ছিল। শ্রমিকরা উত্তেজিত হয়ে রাস্তায় নামে। পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে”

শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক, ফারুকুল আলম জানান, “মালিকপক্ষ বেতন পরিশোধ না করে কয়েক দফায় সাধারণ ছুটি ঘোষণা করায় শ্রমিকদের ক্ষোভ বাড়তে থাকে। এ কারণেই তারা রাস্তায় নেমে পড়ে।”