তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য এবারের আসরে সম্মাননা অর্জন করেছেন রংপুরের তরুণ উদ্যোক্তা, ইনবক্স আইটি সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আবু সায়েম।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে ‘গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোরশেদ। তিনি সবার হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
পুরস্কার গ্রহণের পর আবু সায়েম বলেন, প্রথমেই আমি ধন্যবাদ জানাই আয়োজকদের এবং অনুষ্ঠানের সম্মানিত অতিথিদের, এমন একটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমার হাতে তুলে দেওয়ার জন্য। আমি বিশ্বাস করি, এই ধরনের বিজনেস কনফারেন্স কেবল পুরস্কার প্রদানের অনুষ্ঠান নয়—বরং এটি একটি জ্ঞান ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম, যেখানে উদ্যোক্তারা একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারেন।
তিনি বলেন, ইনবক্স আইটি সলিউশনস লিমিটেড সবসময় প্রযুক্তিকে মানুষের জীবনের সহজ সমাধানে রূপ দিতে কাজ করছে। বাংলাদেশের তরুণরা যদি নিজেদের ক্ষেত্র থেকে উদ্ভাবনী কিছু করার চেষ্টা করে, তাহলে একদিন আমাদের দেশও হবে প্রযুক্তিনির্ভর অর্থনীতির এক উজ্জ্বল উদাহরণ। আমি সকল তরুণ উদ্যোক্তাকে আহ্বান জানাই ভয় না পেয়ে চেষ্টা চালিয়ে যাও, কারণ সেই চেষ্টাই একদিন সাফল্যের পথে নিয়ে যাবে।