গ্যাস সংকট নিয়ে দীর্ঘদিনের শিল্প মালিকদের অভিযোগ অবশেষে সত্য বলে স্বীকার করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানিয়েছেন, শিল্পকারখানাগুলোতে চলমান গ্যাস সংকট নিরসনে সরকার আন্তরিক এবং শনিবার (৩১ মে) সন্ধ্যার মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় অবস্থিত ‘টাওয়েল টেক্স লিমিটেড পোশাক কারখানায় সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, "আমি এখানে এসেছি বাস্তবতা দেখতে। এখন আমি নিজ চোখে গ্যাস সংকট দেখেছি। ইতোমধ্যে বিদেশ থেকে একটি এলএনজি জাহাজ এসে পৌঁছেছে, তবে সমুদ্রের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি ল্যান্ড করতে পারেনি। বর্তমানে সেটি ডকিং হচ্ছে, বিকেলের মধ্যেই এর সমাধান হবে বলে আশা করছি।"
পরিদর্শনের সময় তিনি কারখানার মালিককে বলেন, “আজ সন্ধ্যায় আমাকে আবার জানাবেন, পরিস্থিতির কোনো উন্নতি হলো কি না।
এসময় টাওয়েল টেক্স লিমিটেড-এর পরিচালক শাহাদাত হোসেন বলেন, “চলতি মাসে গ্যাস সংকট চরমে পৌঁছেছে। আমাদের ২৪ ঘণ্টা গ্যাস না হলেও অন্তত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ প্রয়োজন, নইলে উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
ফাওজুল কবির খান আরও বলেন, “শিল্প মালিকরা বহুদিন ধরেই গ্যাস ঘাটতির বিষয়ে কথা বলে আসছেন। গণমাধ্যমে বিষয়টি উঠে আসায় আমরা গুরুত্ব সহকারে তা বিবেচনা করেছি। অবৈধ সংযোগ পরিস্থিতি নিয়েও সরকার কঠোর অবস্থানে রয়েছে। সব এলাকায়ই অবৈধ গ্যাস সংযোগের বিস্তার রয়েছে, যা শিল্পপ্রতিষ্ঠানে বৈধ গ্যাস সরবরাহে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এসব অবৈধ সংযোগের পেছনে তিতাস গ্যাসের যেসব কর্মকর্তা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই বড় পরিসরে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, উপদেষ্টার এ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিম এবং পেট্রোবাংলা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।