ঢাকায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক সম্মেলন। সম্মেলনে ৪টি প্রধান চীনা বাণিজ্যিক চেম্বারের সভাপতি ও ১৪৩ টি প্রতিষ্ঠানের আড়াই শতাধিক বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন। এতে যোগ দেন বাংলাদেশের উদ্যোক্তা ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি ছিলেন চীনের বাণিজ্যমন্ত্রী। এছাড়া উভয় দেশের সরকার, কূটনৈতিক মিশন ও বাণিজ্যিক খাতের শীর্ষ প্রতিনিধিবৃন্দ সম্মেলনে অংশগ্রহণ করেন। বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান-এর সম্মেলনটি পরিচালনা করেন। বাংলাদেশের বিনিয়োগ নীতি ও পরিবেশ নিয়ে উপস্থাপন করেন বিডার, হেড অফ বিজনেস ডেভেলাপমেন্ট নাহিয়ান রোচি। এছাড়া বক্তব্য প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ ও অর্থনৈতিক অঞ্চল, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে যৌথ উদ্যোগ, ইলেকট্রনিকস ও যন্ত্রপাতি শিল্পে চীনা প্রযুক্তি স্থানান্তর, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত শিল্পে বিনিয়োগ সম্ভাবনা। সকল আলোচনায় চীন ও বাংলাদেশের প্রায় ৫৫০ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনা সভায় চীনের ব্যবসায়ীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দ্বিপাক্ষিক মিটিং: সম্মেলনের ই২ই ও ই২এ সেশনে ১০০টিরও বেশি দ্বি-পাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উভয় দেশের উদ্যোক্তারা সম্ভাব্য যৌথ প্রকল্প নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও আগামী ২দিন সরকারের বিভিন্ন বিভাগের সাথে দ্বি-পাক্ষিক আলোচনাসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় চাইনিজ এগ্রিভোল্টাইক্স অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাওয়ার চায়না ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত: বাংলাদেশে স্বাধীনতার পর এই প্রথম এত বৃহৎ সংখ্যক বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন। এটি বর্তমান সরকারের দূরদর্শী বিনিয়োগ উদ্যোগ, প্রধান উপদেষ্টার সদ্য চীন সফর ও এপ্রিল মাসে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের প্রত্যক্ষ ফলাফল। চীনা বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ বাংলাদেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।