গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষ চরম আকার ধারণ করায় হানিওয়েল গার্মেন্টস লিমিটেড নামের একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ঘোষণার প্রতিবাদে ও কারখানা পুনরায় চালুর দাবিতে মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ ও বিক্ষোভে নামে শ্রমিকরা। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে শ্রমিকরা প্রতিমাসের ১০ তারিখের মধ্যে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিল। সোমবার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নিলে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকরা কিছু কর্মকর্তা-কর্মচারীর অপসারণের দাবিও জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়লে কর্তৃপক্ষ শ্রমিকদের অবৈধ ধর্মঘট ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সোমবার রাতেই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানায়। মঙ্গলবার সকালে কর্মস্থলে এসে হঠাৎ বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা কারখানার সামনে থেকে কোনাবাড়ী নতুন বাজার সড়ক পর্যন্ত অবরোধ গড়ে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।

নোটিশে উল্লেখ করা হয়— শ্রমিকরা কিছু “অযৌক্তিক দাবি তুলে অবৈধভাবে কর্মবিরতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করায় কারখানার স্বাভাবিক আইনশৃঙ্খলা বিপর্যস্ত হয়। এতে রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির মুখে পড়ে। শ্রমিকদের বারবার কাজে ফেরার অনুরোধ করা হলেও তারা কাজে যোগ দেননি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুসারে শ্রমিক–কর্মকর্তা ও সম্পদের নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালুর তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। তবে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ বিভাগের কর্মীরা এ আদেশের বাইরে থাকবেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ (কোনাবাড়ী জোন)–এর পরিদর্শক মোর্শেদ জামান বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি। কোনো বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।