বাংলাদেশে আজ (মঙ্গলবার, ২৪ জুন) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বহুল ব্যবহৃত ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল পে’। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার উদ্বোধন করেন।

সিটি ব্যাংকের উদ্যোগে এবং গুগল, মাস্টারকার্ড ও ভিসার অংশীদারিত্বে এই সেবা চালু হয়েছে। এর মাধ্যমে গুগল পের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলা প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে নাম লিখিয়েছে সিটি ব্যাংক।

শুরুতে সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমিত পরিসরে

প্রথম পর্যায়ে কেবল সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা গুগল ওয়ালেটে নিজেদের কার্ড সংযুক্ত করে এই সেবা ব্যবহার করতে পারবেন। তবে ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এ সুবিধা আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ট্যাপ করেই লেনদেন, কার্ড বহনের ঝামেলা নেই

গুগল পে’র মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা দেশ-বিদেশের যেকোনো পয়েন্ট অব সেল (POS) টার্মিনালে স্মার্টফোন ট্যাপ করেই নিরাপদ ও দ্রুত লেনদেন করতে পারবেন। আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না।

নিরাপত্তায় গুরুত্ব, গ্রাহক সুরক্ষা অগ্রাধিকার

লেনদেনে কোনো অতিরিক্ত চার্জ নেই এবং ‘টোকেনাইজেশন’ প্রযুক্তি ব্যবহার করায় গ্রাহকের কার্ডের আসল তথ্য গোপন থাকে। এতে সাইবার নিরাপত্তা নিশ্চিত হয় বলে জানিয়েছে গুগল পে কর্তৃপক্ষ।

ডিজিটাল বাংলাদেশে নতুন মাত্রা

বিশ্বমানের এই লেনদেন সেবা চালুর মাধ্যমে দেশের আর্থিক খাতে ডিজিটাল রূপান্তর আরও ত্বরান্বিত হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার এই সংযোজন দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।