চীন টানা ১৫ বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বর্তমানে ২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি, এবং ২০২৪ সালের আগস্ট থেকে ২০টিরও বেশি চীনা উদ্যোগ বাংলাদেশী অংশীদারদের সঙ্গে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির মাধ্যমে বাংলাদেশে প্রায় ৫৮০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া ‘বাংলাদেশ-চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো (বিসিজিটিএক্স) ২০২৫’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান। তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)। সহযোগী হিসেবে রয়েছে বিজিএমইএ এবং শাংহাই ক্লাইমেট উইক।

উদ্বোধনীতে ইয়াও ওয়েন বলেন, “চীন বাংলাদেশকে বস্ত্র শিল্পে সবুজ রূপান্তরকে উৎসাহিত করতে প্রস্তুত। আমরা যৌথভাবে টেকসই সবুজ শিল্পশৃঙ্খল গড়ে তোলার জন্য বস্ত্র যন্ত্রপাতি, ডিজিটাল মুদ্রণ ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ খুঁজছি।”

তিনি আরও উল্লেখ করেন, “চীন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে অত্যন্ত মূল্যবান মনে করছে। বাংলাদেশের শতভাগ শুল্কযোগ্য পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা দিয়েছে, যা ২০২৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।”

প্রদর্শনীতে ৮০টি স্টল রয়েছে। অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য টেক্সটাইল প্রযুক্তি, বিনিয়োগ বিষয়ক সেমিনার এবং উচ্চপর্যায়ের নেটওয়ার্কিং ইভেন্টে অংশ নিতে পারবেন। প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।