বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক সংক্রান্ত তৃতীয় দফার আনুষ্ঠানিক আলোচনা ওয়াশিংটনে শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে এই বৈঠক শুরু হয়। এর আগে, দুপুর ১২টা ৩০ মিনিট থেকে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে বৈঠকের সূচনা ঘটে। আলোচনার প্রথম দিন বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আগামীকাল সকাল ৯টা থেকে বৈঠকের দ্বিতীয় দিন শুরু হওয়ার কথা রয়েছে।
এই উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তাঁর সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী। এছাড়া ঢাকাস্থ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা ভার্চুয়ালি আলোচনায় অংশ নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তাঁর সঙ্গে রয়েছেন মার্কিন বাণিজ্য ও শুল্কবিষয়ক কর্মকর্তারা।
এই শুল্ক বিষয়ক আলোচনার পুরো সমন্বয় করছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। উভয় দেশের পক্ষ থেকেই এই বৈঠককে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।