ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি ও উদ্যোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলতে নতুনভাবে যাত্রা শুরু করল জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
এ উপলক্ষে বিদায়ী সভাপতি আব্দুল হাকিম মন্ডল তার দায়িত্ব হস্তান্তর করেন নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি আনোয়ারুল হক আনু সিআইপি সহ কমিটির অন্যান্য নির্বাচিতদের কাছে।
সোমবার দুপুরে জয়পুরহাট শহরের কলেজ রোডের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ - সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন,জয়পুরহাট জেলা জামায়েতের আমির ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ, সিনিয়ার যুগ্ন আহবায়ক ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সহকারী সেক্রেটারী ও জয়পুরহাট ২ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ, চেম্বারের সাবেক সভাপতি আমিনুল বারি, বেলায়েত হোসেন লেবু, নব নির্বাচিত সহ সভাপতি এস এম শামস মতিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ মোমেন ফকির, এ্যাড. সালামত আলী জিপি, এ্যাড. শাহনুর রহমান পিপি, বিশিষ্ট ব্যবসায়ীগণসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দরা অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।
প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায় বলেন, চেম্বারের নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার ব্যবসা বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে কাজ করবে। জেলা প্রশাসন নিরাপদ ব্যবসা পরিচালনা করাসহ সার্বিক বিষয়ে সহযোগিতার করবে।