ইরাকি কুর্দিস্তানের তেলক্ষেত্রে টানা ড্রোন হামলার ফলে তেল উৎপাদনে বড় ধরনের বিঘ্ন ঘটেছে, যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

গত চারদিনের হামলায় অঞ্চলটির মোট উৎপাদনের প্রায় অর্ধেক বন্ধ হয়ে গেছে। এতে সরবরাহ ঘাটতির আশঙ্কায় বিশ্ববাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম উভয়ই ঊর্ধ্বমুখী হয়েছে।

জানা গেছে, এই হামলায় প্রতিদিনের উৎপাদন ২৮০,০০০ ব্যারেল থেকে নেমে এসেছে ১৪০,০০০–১৫০,০০০ ব্যারেলে। হামলার জন্য ইরান-সমর্থিত মিলিশিয়াদের সন্দেহ করা হলেও এখনো কেউ দায় স্বীকার করেনি।

তবে এই ঘটনার মধ্যেও ইরাকের কেন্দ্রীয় সরকার ঘোষণা দিয়েছে, কুর্দিস্তান থেকে তুরস্কগামী পাইপলাইন দিয়ে তেল রপ্তানি শিগগিরই আবার শুরু হবে — যা ২ বছর ধরে বন্ধ ছিল।

বিশ্লেষকরা বলছেন, এই হামলা এবং গ্রীষ্মকালীন চাহিদার কারণে বাজারে সরবরাহ চাপে পড়েছে, যার ফলে তেলের দাম বাড়ছে।

(সূত্র: রয়টার্স)