সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) ভারতের সরকারের বিরুদ্ধে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও সেন্সরশিপের অভিযোগে আদালতে মামলা করেছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণ ভারতের কর্নাটকের হাইকোর্টে এ মামলা করা হয়।
সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে জানা যায় যে, ইলন মাস্কের প্রতিষ্ঠান ‘এক্স’ অভিযোগ করেছে যে, ভারত সরকার বেআইনিভাবে এবং একতরফাভাবে কন্টেন্ট সেন্সর করছে এবং আইটি অ্যাক্টের ধারা ৭৯(৩)(বি) ব্যবহার করে বিষয়বস্তু ব্লক করা হচ্ছে।
মামলায়, ‘এক্স’ দাবি করেছে যে, ভারত সরকার কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য যে প্রক্রিয়া অনুসরণ করছে, তা অগণতান্ত্রিক এবং আইনি সুরক্ষা থেকে মুক্ত। বিশেষ করে, এই প্রক্রিয়া সুপ্রিম কোর্টের পূর্ববর্তী রায়ের পরিপন্থি, যেখানে বলা হয়েছিল যে, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা যাবে না।
এটি ‘এক্স’-এর দ্বিতীয় মামলা, যেখানে তারা ভারতের কন্টেন্ট সেন্সরশিপ পদ্ধতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। ২০২২ সালে, ‘এক্স’ ভারত সরকারের কন্টেন্ট ব্লকিং নির্দেশনার বিরুদ্ধে মামলা করেছিল, তবে ২০২৩ সালে আদালত সেই মামলার বিরোধিতা করে বলেছিল যে, ‘এক্স’ সরকারি নির্দেশনা অনুসরণ করেনি।
এবার ‘এক্স’ আদালতের কাছে দাবি করেছে যে, ভারতের আইটি অ্যাক্টের ধারা ৭৯(৩)(বি) সরকারকে কন্টেন্ট ব্লক করার ক্ষমতা দেয় না এবং এটি ধারা ৬৯এ-এর অধীনে নিয়ন্ত্রিত হওয়া উচিত।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রযুক্তি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি, কারণ বিষয়টি আদালতে রয়েছে।