ইসরায়েলি সেনাবাহিনীকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অভিযোগে যুক্তরাষ্ট্রের ওশকশ কর্পোরেশন এবং জার্মানির থাইসেনক্রুপ থেকে বিনিয়োগ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নরওয়ের সবচেয়ে বড় পেনশন ফান্ড কেএলপি।

সংস্থাটির দায়িত্বশীল বিনিয়োগ বিভাগের প্রধান কিরান আজিজ আল-জাজিরাকে জানান, জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, এই দুটি কোম্পানি গাজায় ব্যবহৃত সামরিক সরঞ্জাম ইসরায়েলকে সরবরাহ করছে। বিষয়টি কেএলপির ‘দায়িত্বশীল বিনিয়োগ নীতিমালার’ সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেএলপি জানিয়েছে, ২০২৫ সালের জুন পর্যন্ত তাদের ওশকশে প্রায় ১৮ লাখ ও থাইসেনক্রুপে ১০ লাখ মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে।

তারা আরও জানায়, ওশকশ স্বীকার করেছে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য যানবাহন ও যন্ত্রাংশ সরবরাহ করেছে, আর থাইসেনক্রুপ জানিয়েছে, তারা ইসরায়েলি নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ ও সাবমেরিন সরবরাহ করেছে। তবে কোম্পানি দুটি মানবাধিকার সংক্রান্ত যথাযথ নিরীক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে কেএলপি।

এর আগেও ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কেএলপি ১৬টি কোম্পানি থেকে বিনিয়োগ প্রত্যাহার করে, যার মধ্যে মোটোরোলা ও মায়ানমারের সঙ্গে জড়িত আদানি পোর্টসও ছিল।

সম্প্রতি ইউরোপের আরও কয়েকটি বড় বিনিয়োগ ফান্ডও একই ধরনের অভিযোগে ইসরায়েল সংশ্লিষ্ট কোম্পানি থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছে।