হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুরে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে আকাশ ছোঁয়া হয়েছে। শুক্রবার স্থানীয় হোসেনপুর হাটবারে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। সাধারণত হাটের দিনে জিনিসপত্রের দাম কিছুটা কম থাকে, কিন্তু এবার উল্টো চিত্র দেখা গেছে। বাজারে প্রচুর পরিমাণে কাঁচামরিচ থাকলেও দামের ঊর্ধ্বগতির কারণে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। শুধু মরিচ নয়, অন্যান্য সবজির দামও অস্বাভাবিকভাবে বেশি। পৌর এলাকার কৃষক লাল মিয়া বলেন, ‘বাজারে জিনিসপত্রের অভাব নেই, কিন্তু সব কিছুর দামই অনেক বেশি। মরিচ কিনতে গিয়েছিলাম, কিন্তু এত দামে কেনা সম্ভব হয়নি। হোসেনপুর বাজারের মুরগি ব্যবসায়ী তারেক মিয়া জানান, কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের জন্য বাজার করা কষ্টকর হয়ে উঠেছে।