দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে অন্তত ২ থেকে ৩ টাকা। সরু চালের জন্য প্রসিদ্ধ এই মোকামে চালের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। নতুন বছরের শুরুতেই চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা। দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মিলাররা বলছেন, ধানের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে চালের দাম। যদিও প্রশাসন বলছে, বাজার নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। জানা গেছে, বর্তমানে বাসমতী চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯৪ টাকা, যা আগে ছিল ৯২ টাকা। মিনিকেট চালের দাম বেড়ে ৭৪ টাকা থেকে দাঁড়িয়েছে ৭৭ টাকায়। কাজললতা চাল বিক্রি হচ্ছে ৬৮ টাকায়, যা আগে ছিল ৬৬ টাকা। আটাশ চাল ৫৮ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, আর মোটা চাল ৫০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। কিছু কিছু স্থানে এর চেয়ে বেশি দামেও বিক্রি হচ্ছে।

কুষ্টিয়া বড় বাজারের এক চাল বিক্রেতা বলেন, চালের বাজার দীর্ঘদিন ধরে স্থিতিশীল ছিল। এখনো পর্যাপ্ত চাল আছে। উৎপাদিত চালও আছে। বিশেষ করে এখন সিজন। মিলাররা বলছেন, তাদের ধানে প্রতি মণে ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে কিনতে হচ্ছে। ধানের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন যে চাল বের হচ্ছে তার দাম মিলাররা বেশি চাচ্ছেন।

আরেক বিক্রেতা জানান, ভরা মৌসুমেও চালের দাম কেজিতে ২-৩ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ গ্রাহকরা খুব বিরক্ত হচ্ছেন। চালের বাজার নিয়ন্ত্রণে সরকার যেন দ্রুতই পদক্ষেপ নেয়।