খুলনায় অনেকটাই বেহাল অবস্থা চামড়া ব্যবসার। এই নগরীতে পশুর চামড়া বিক্রিতে হতাশার ছাপ দেখা গেছে মওসুমি চামড়া ব্যবসায়ীদের মধ্যে। এখানে বড় গরুর চামড়া প্রতি পিচ বিক্রি হয়েছে ৩০০-৪০০ ও ছোট গরুর চামড়া বিক্রি হয়েছে মাত্র ১৫০-২০০ টাকায়। চামড়া ব্যবসায়ীদের দাবি, ট্যানারি ও সাধারণ ব্যবসায়ীদের মধ্যে দাম নিয়ে কোনো সমন্বয় না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারো কুরবানি ঈদের দিন শনিবার (৭ জুন) খুলনা মহানগরীর শেখপাড়া পওয়ার হাউজ মোড়ে পশুর চামড়া কেনাবেচা হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলে এই কেনাবেচা। ভ্রাম্যমাণ ও মওসুমি চামড়া ব্যবসায়ীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পাওয়ার হাউজ মোড়। মহানগরীতে স্থায়ী কোনো চামড়ার বাজার না থাকায় ক্রেতা বিক্রেতারা প্রতিবছরের মতো এবারো চামড়া কেনাবেচা করেন রাস্তার ওপর। ব্যবসায়ীরা বলেন, ট্যানারি মালিকদের কাছ থেকে পাওনা টাকা না পাওয়ার কারণে চাহিদা মতো অনেক ব্যবসায়ী চামড়া কিনতে পারেননি। এমনকি খুলনা অঞ্চলের কয়েকটি ট্যানারি কর্তৃপক্ষ সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কেনার ব্যাপারে মূল্য নিয়ে লুকোচুরির কারণেও তারা কাঙ্খিত চামড়া কিনতে পারেননি। তাদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চাইতে অনেক কম দামে চামড়া বিক্রি করছেন।

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজসংলগ্ন এলাকায় রোববার ভোর সোয়া ৫টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং আরও চারজন আহত হন। নিহতরা হলেন ইজিবাইক যাত্রী মোঃ তানজিম ও রফিকুল। আহতদের মধ্যে রয়েছেন নিহতের তানজিমের বড় ভাই মোঃ জিহাদ, ট্রাকের যাত্রী মোঃ জালাল, হেল্পার মোঃ ইমন, ট্রাক চালক মোঃ আল আমিন। লবনচরা থানার ওসি মোহাম্মদ তৌহিদুজ্জামান বলেন, ট্রাক- ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন । তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেলয কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। ওসি জানান, সোমবার ভোরের দিকে চাঁদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।

খুলনায় পরিত্যক্ত গুলির খোসা উদ্ধার : খুলনা মহানগরীর মুন্সিপাড়া এলাকা থেকে দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার মুন্সিপাড়া বাড়ির সামনে রাস্তার পাশ থেকে উদ্ধার হয়। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুই রাউন্ড পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয় বাসিন্দারা গুলির খোসা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। তিনি বলেন, সকালের দিকে পটকাবাজি ফোটানোর মতো শব্দ শোনা যায়। স্থানীয়রা মনে করছেন, কেউ বাজি ফোটাচ্ছে। কে বা কারা এর সাথে জড়িত আছে তা তদন্ত করা হচ্ছে।