ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) পরিচালনা পর্ষদের ৫০৪তম সভা ২১ মে, বুধবার অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) জনাব মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ), পরিচালনা পর্ষদের পরিচালকগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সভায় ডেসকো'র বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসবিজ্ঞপ্তি।
বিদ্যুত-জ্বালানি
ডেসকো'র পরিচালনা পর্ষদের ৫০৪তম সভা অনুষ্ঠিত
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) পরিচালনা পর্ষদের ৫০৪তম সভা ২১ মে, বুধবার অনুষ্ঠিত হয়।
Printed Edition
