ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেটের অনুমোদন দিয়েছে।

সোমবার ( ২ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এই বাজেট প্রস্তাব অনুমোদিত হয়। তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা অংশ নেন এবং বিস্তারিত আলোচনার পর বাজেট প্রস্তাবটি অনুমোদন করা হয়।

বাজেট উপস্থাপনার দায়িত্বে থাকা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দুপুরে বিটিভি ভবনে রেকর্ডকৃত ভাষণ উপস্থাপন করবেন। বিকেল ৩টায় সেই ভাষণটি বিটিভি ও বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন ও রেডিও স্টেশন থেকে একযোগে সম্প্রচার করা হবে।

সরকারি সূত্র জানিয়েছে, গণমাধ্যমে প্রচারের বিস্তৃতি নিশ্চিত করতে সব বেসরকারি মাধ্যমকে বিটিভির ফিড ব্যবহার করে সম্প্রচারের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে বাজেট অনুমোদনের পাশাপাশি আজ বিকেল ৪টা ৩০ মিনিটে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপ শুরু হতে যাচ্ছে। এই সংলাপে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সংবিধান সংশোধন, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন প্রক্রিয়া, জনপ্রশাসন সংস্কার ও দুর্নীতি দমন কমিশনের কার্যকারিতা নিয়ে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা করা হবে।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত সংস্কাররূপায়ণের লক্ষ্যেই চলছে এই সংলাপ প্রক্রিয়া। প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ড. ইউনূস নিজেই আলোচনায় সভাপতিত্ব করবেন।