ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও অধ্যাপক দিল আফরোজকে দেখতে গতকাল ৬ আগস্ট বুধবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে যান। এসময় তিনি অসুস্থ শিক্ষকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। ভিসি তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক দিল আফরোজ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কলেজ জীবনের শিক্ষক। প্রেসবিজ্ঞপ্তি।