গতকাল মঙ্গলবার ইসলাম প্রচার সমিতির উদ্যোগে সমিতির কেন্দ্রীয় কার্যালয়, শাহবাগ, ঢাকায় শীতার্ত নওমুসলিম ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মুহাম্মদ আবদুর রব, বিশেষ অতিথির আলোচনা করেন সমিতির চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ এবং গবেষক প্রফেসর ড. আবুল কালাম পাটওয়ারী। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন তালুকদার এর পরিচালায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোতাহার হোসেন, মো. ছিদ্দিকুর রহমান নির্বাহী অফিসার এবং মোহাম্মদ মাইন উদ্দিন ভুইয়া পিআরও অফিসার।
সমিতির চেয়ারম্যান নওমুসলিমদের জীবনমানের বিভিন্ন বিষয় দিকনিদের্শনামূলক আলোচনা করেন এবং সকলের সুখ-সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য সুধীজন। প্রধান অতিথি নওমুসলিমদের মাঝে শীতবস্ত্র বিতরণের পূর্বে তার সংক্ষিপ্ত আলোচনায় ইসলামের মৌলিক বিষয়ে উল্লেখ করেন। তিনি সমিতির এমন মহৎ আয়োজনকে স্বাগত জানান এবং সমিতির এই মহৎ কাজকে আরো বেগবান করার জন্য সমাজের বিত্তবানসহ সর্বমহলের সুধীজনকে উৎসাহ উদ্দিপনার সাথে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।