“স্বাস্থ্যসেবায় বিশ্বাসের পথচলা” প্রতিপাদ্যকে সামনে রেখে হামদর্দের পণ্যসামগ্রীর অনলাইন লঞ্চিং উপলক্ষে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।

তিনি বলেন, হামদর্দ তার জন্মলগ্ন থেকে জনগণের স্বাস্থ্যসেবায় বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছে। সময়ের দাবি মেনেই হামদর্দ এবার আধুনিক প্রযুক্তির সহায়তায় অনলাইন প্ল্যাটফর্মে তার পণ্যসেবা পৌঁছে দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন হামদর্দের সিনিয়র পরিচালক মার্কেটিং এন্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন । তিনি বলেন, হামদর্দের পণ্যসেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছাতে আজকের ডিজিটাল অবকাঠামোকে কার্যকরভাবে কাজে লাগানো প্রয়োজন। আমাদের নতুন এফ-কমার্স উদ্যোগ এই লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভেজালমুক্ত ও আসল পণ্য সরাসরি গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে হামদর্দ সর্বদা প্রস্তুত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন ব্রিগেডিয়ার জেনারেল (অব) মাহবুব আনোয়ার, পরিচালক অর্থ ও হিসাব মো. নাজমুল করিম, উপ-পরিচালক মার্কেটিং ডা. তৈমুর চৌধুরী, সহ-পরিচালক (এফ-কমার্স) বোরহান উদ্দিন ইউসুফ এবং সহ-পরিচালক সেলস নুর মোহাম্মদ।

দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়খ শাহ ওয়ালী উল্লাহ, খতিব, সোবহানবাগ জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। তিনি হামদর্দের এই উদ্যোগের সফলতা, দেশব্যাপী মানুষের কল্যাণ এবং বিশ্বস্ত স্বাস্থ্যসেবা নিশ্চিতে আল্লাহর রহমত কামনা করেন। প্রেসবিজ্ঞপ্তি