লালমনিরহাটে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির উদ্যোগে লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট এলাকায় ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ১২ জানুয়ারী সকালে মোগলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে স্থানীয় দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধন করেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম পিএসসি। এ সময় তিনি বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে বিজিবি নিয়মিতভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, তীব্র শীতের এই সময়ে বিজিবির শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অসহায় মানুষের জন্য উল্লেখযোগ্য স্বস্তি এনে দিয়েছে।