রাজধানির শ্যামলীতে অবস্থিত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্দ্যেগে ড্রাগিস্ট-কেমিস্ট ও ফার্মাসিস্টদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর এএনএম তাজুল ইসলাম। প্রতিষ্ঠানের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট হাদিউল করিম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চীফ অপারেটিং অফিসার মোঃ নাসির উদ্দীন, ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ব্রিগেঃ জেনাঃ (অব.) ডা. খান মোঃ আসাদুল্লা হেল গালিব। সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল দীর্ঘ ১ যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে বর্তমানে বৃহৎ পরিসরে সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। দক্ষ ও অভিজ্ঞ ব্যবস্থাপনা টিমের মাধ্যমে আউটডোর ও ইনডোরে প্রয়োজনীয় সেবা প্রদানের পাশাপাশি শীঘ্রই কার্ডিয়াক ও নিউরো এনজিওগ্রামের জন্য সর্বাধুনিক ক্যাথল্যাব, সিসিইউ, ক্যান্সার কেয়ার সেন্টার, ভাস্কুলার কেয়ার সেন্টার, ডায়াবেটিস সেন্টার, হাঁটু ও উরুসন্ধি অপারেশন এবং স্ট্রোক ও নিউরো সেন্টারের সেবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তুলনামূলক কম খরচে সবার জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি উপস্থিত সকল ড্রাগিস্ট-কেমিস্ট ও ফার্মাসিস্টদের মতামত ও পরামর্শ প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইন্টাঃ মেডিকেল কলেজ ও হাসপাতালের জিএম ফিন্যান্স এন্ড একাউন্টস মোঃ মোখলেছুর রহমান, সিনিয়র ম্যানেজার এন্ড উইং ইনচার্জ মোঃ তৈয়বুর রহমান, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আদাবর, মোহাম্মদপুর থানার উপদেষ্টা হারুন অর রশীদ, সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব বাবুসহ শ্যামলী, মোহাম্মদপুর এরিয়ার তিন শতাধিক ড্রাগিস্ট-কেমিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।